আপনারা আমাদের খবর পাঠাতে পারেন Email- raiganjnews@gmail.com অথবা +918759015232 এই Whatsapp নম্বরে ।। #Breaking News# পুরো ভোটে চলল গুলি রায়গঞ্জে ।। রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডে বোমাবাজি ।। বহিরাগতদের তান্ডব রায়গঞ্জের করোনেশন স্কুল বুথে ।।

North Bengal

Fun & Fashion

Kaliyaganj

Latest Updates

মারুতি গারির ধাক্কায় জখম ১ যুবক

October 28, 2016
মারুতি গারির ধাক্কায় গুরুতর জখম হলেন এক যুবক। গতকাল রাত্রি ৮ টা নাগাদ ঘটনাটি ঘটে ইটাহার থানার ৩৪ নং জাতীয় সড়কের উপরে। প্রতক্ষদর্শীরা জানান ইটাহারে গতকাল রাত্রি ৮ টা নাগাদ ইটাহার চৌরাস্তা মোড়ে রায়গঞ্জ গামী এক মারুতি গাড়ি ইটাহারের দিকে আসা এক মোটর বাইককে সজোরে ধাক্কা মারে। ফলে গুরুতর জখম হন বাইক আরোহী তপন দাস(২৭) নামে এক যুবক, স্থানীয় বাসিন্দারা আহত যুবক কে উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। দূর্ঘটনা স্থলে আগে থেকেই পুলিশ মোতায়েন থাকায় মারুতি গাড়িটি আটক করে ইটাহার থানায় নিয়ে যায় ইটাহার থানার পুলিশ।

অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য সমসপুর এলাকায়

October 27, 2016
দেবকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েছে দেবের মা
RN ওয়েব ডেস্কঃ- এক অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার অন্তর্গত সমসপুর এলাকা জুড়ে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সাড়ে তিনটা নাগাদ। এলাকাবাসীরা জানায় মৃত ওই ছেলেটির নাম দেব মুর্নি মাহাতো(৭) ও তার বাবা মনোজ মুর্নি মাহাতো। সে তার বাবা মায়ের সাথেই যাযাবর জীবন কাটাতো বিভিন্ন গ্রামে গ্রামে। মাঝেমাঝেই তারা গ্রামের বাড়ি যেতো টুঙ্গি দিঘির বল্লমপুরে। গত আট দিন হলো তারা গ্রামের বাড়ি থেকে এসে ঘর বেঁধেছিল সমসপুরের বন্ধন ব্যাঙ্কের সামনের ফাঁকা জায়গাটাতে। 
যাযাবর জীবন যাপন
সারাটাদিন কাঠ কুড়িয়ে ও মধু বিক্রি করে যা উপার্জন করতো তাতেই চলে যেত তাদের ছোট সংসারটা। নিত্য দিনের মতোই দেবের বাবা বেড়িয়েছিলো মধু বিক্রি করতে। দেবের মাও দুপুরে ঘুম দিয়েছে লম্বা, ঠিক সেই সময় দেব শৌচ কার্য করতে যায় পাশের পুকুর ধারে। সেখানেই পা পিছলে পড়ে যায় দেব। এরপর দেবের মায়ের ঘুম ভাঙার পর দেবের খোঁজ করলে কোথাও খুঁজে পায়নি দেবকে। খুঁজতে খুঁজতে দেবের মা পুকুরের ধারে দেখতে পায় দেবের খুলে রাখা জামা, পেন্ট ও জুতো জোড়া।
পুকুর ধারে ভীর জমিয়েছে মানুষ
 এসব দেবের মায়ের মনে সন্দহে জাগলে অাশে পাশের লোক জনকে ডাকা ডাকি শুরু করে। লোকজনেরা পকুরে অনেক্ষণ খোঁজাখুঁজির পর জলের তলায় পওয়া যায় দেবের নিথর দেহটি। সেখানেই কান্নায় ভেঙে পরে দেবর মা। কিছুক্ষন পরে দেবের বাবা মনোজ মুর্নি দেবনাথ ফিরে এলে এলাকাবাসীদের আর্থিক সহায়তায় তাদের পাঠানো হয় নিজ গ্রাম বল্লমপুরে।

দীপাবলিকে শব্দমুক্ত করতে অভিযান চলছে জেলায়, তল্লাশি ও আটক শব্দবাজি

October 27, 2016
দীপাবলিকে শব্দমুক্ত করতে এবার তৎপর প্রশাসন। অভিযান চলিয়ে ইটাহার চৌরাস্তা মোড়ে অবৈধ আতস বাজি আটক করল ইটাহার থানার পুলিশ। গতকাল সন্ধায় ইটাহার থানার বিভিন্ন দোকানে ইটাহার থানার পুলিশ তল্লাশি চালালে, কোন দোকান থেকে অবৈধ শব্দ বাজি না পেলেও ইটাহার চৌরাস্তা মোড়ে একটি ভ্যান রিকশার উপর বেশ কিছু শব্দ বাজি দেখতে পেয়ে ইটাহার থানায় নিয়ে আসে ভ্যান রিকশা সহ চালককে। যদিও পরে জিজ্ঞেস করে তাকে ছেড়ে দেয় ইটাহার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে তল্লাশি সময় কোন দোকানদার সেই ভ্যানের মধ্যে রেখে দেয় আতসবাজি।
 পুলিশ সূত্রে জানা গিয়েছে  চকলেট পটকার পেকেট  ৭২ টা  ও লঙ্কা  পটকার ৩০০ টি  জার আটক করেছে। যার বাজার মূল্য প্রায়  বারো হাজার টাকা।
                অপর দিকে হেমতাবাদ এলাকাতেও অভিযান চালিয়ে বেশ কিছু আতস বাজি আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ।

পন্ডিত দিন দয়াল উপপাধ্যায়ের জন্ম বর্ষ পালন ইটাহারে

October 26, 2016
RN ওয়েব ডেস্কঃ-  পন্ডিত দিন দয়াল উপপাধ্যায় এর জন্ম বর্ষ পূর্তি' ও বিজয়া অনুষ্ঠানের আয়োজন করা হল ইটাহারে। বুধবার ইটাহার ব্লক বিজেপি মন্ডলের পক্ষ থেকে ইটাহার দুর্গাপুর অঞ্চলের দুর্গাপুর বাজার এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকালে পন্ডিত দিন দয়াল মহাশয়ের ছবিতে মাল্য দান সহ পন্ডিত  দিন দয়ালের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নির্মল ধাম সহ সভাপতি পার্থ মজুমদার, ইটাহার ব্লক সভাপতি দিলীপ ঋষি সহ অন্যান্য নেতৃত্ব। বর্তমান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ নিয়ে আলোচনা  করেন উপস্থিত নেতৃত্ববৃন্দ। এদিনের অনুষ্ঠানে এলাকার বেশ কিছু কর্মী সমর্থক' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।

স্বনির্ভর করার লক্ষে মুরগীর বাচ্চা প্রদান

October 26, 2016
RN ওয়েব ডেস্কঃ- স্বর্নজয়ন্তী দলের মহিলা দের স্বনির্ভর করার লক্ষে ইটাহার ব্লক প্রশাসনের সহযোগিতায় ও ইটাহারের একটি বেসরকারী সংস্থার উদ্যোগে ব্লকের স্বর্নজয়ন্তী দলের মহিলা দের মুরগীর বাচ্চা প্রদান করা হয় বুধবার। এদিন ইটাহার ব্লকের চারটি অঞ্চলের প্রত্যেক অঞ্চলে আলাদা আলাদা ভাবে শিবিরের মাধ্যমে মুরগীর বাচ্চা প্রদান করা হয়। এদিন ইটাহার শিব রাম ও ইটাহার প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে শিবিরের আয়োজন করে মুরগীর বাচ্চা প্রদান করা হয়। 
সংস্থার পক্ষ থেকে জানানো হয় চারটি অঞ্চলের 150 টি স্বর্নজয়ন্তী দলের মহিলাদের হাতে 2500 হাজার মুরগীর বাচ্চা প্রদান করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহার পঞ্চায়েত প্রধান আনি কুল রহমান, সংস্থার সদস্যা কৃষ্ণা দে, মিনু রবি দাস সহ অন্যান্য ব্যাক্তিরা। এদিন সংস্থার পক্ষ থেকে জানানো হয় স্বর্নজয়ন্তী দলের মহিলা দের স্বনির্ভর হওয়ার লক্ষেই মুরগীর বাচ্চা প্রদান করা হচ্ছে।

কালী পূজা উপলক্ষে রক্ত দান শিবির ইটাহারে

October 26, 2016
RN ওয়েব ডেস্কঃ- রক্ত দান জীবন দান একই বাক্যটি মাথায় রেখে প্রতিবছরের ন্যায় এবছরও কালী পূজা উপলক্ষে রক্ত দান শিবিরের আয়োজন করল ইটাহার থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের মহাশূন্ডা স্পোটিং অ্যাসোসিয়েশন। বুধবার ক্লাব প্রাঙ্গনেই রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। 
প্রশংসা পত্র তুলে দিচ্ছে ওসি এনটি ভুটিয়া
এদিনের শিবিরে উৎবোধন করেন তৃণমূল কংগ্রেস এর জেলা যুব সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধক্ষ গৌতম পাল, উপস্থিত ছিলেন ইটাহার থানার ওসি এনটি ভুটিয়া, এলাকার অঞ্চল প্রধান ডলি বর্মন, এলাকার বিশিষ্ট সমাজ সেবক উত্তম সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন ক্লাবের পক্ষ থেকে 40 জন রক্ত দান করেন।

রাস্তা কেটে নেওয়ার অভিযোগ ইটাহারে

October 26, 2016
,
RN ওয়েব ডেস্কঃ- রাস্তা কেটে নেওয়ার অভিযোগ উঠল ইটাহার থানার অন্তর্গত রাজপুর অঞ্চলের ঘুঘু ডাঙ্গা গ্রামে গ্রামের এক বাসিন্দার বিরুদ্ধে। বুধবার সকালে রাস্তা দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে ইটাহার থানার পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। গ্রামের কয়েকটি পরিবারের অভিযোগ দীর্ঘ দিন ধরেই আমরা যে রাস্তা দিয়ে যাতায়াত করি, সেই রাস্তার মাটি কেটে নিয়ে তার পাশে থাকা জমির সাথে মিলিয়ে নিচ্ছে গ্রামের বাসিন্দা বিনয় সিং। এদিন রাস্তার মাটি কাটার সময় গ্রামের কয়েকটি পরিবারের লোকজন এসে বাধা দিলে দুই পক্ষের মধ্যে গন্ডগোলের সূত্রপাত হয়। গ্রামের বাসিন্দা হারানু স্বর্নকার বলেন বিনয় সিং জোর করে রাস্তার মাটি কেটে নিচ্ছে।
রাস্তার মাটি কাটা হচ্ছে
বহু বার পুলিশ প্রশাসন কে এব্যাপারে জানানো হয়েছে তা সত্ত্বেও আজকে মাটি কাটতে শুরু করেছে । যদিও এব্যাপারে অভিযুক্ত বিনয় সিং বলেন আমার বিরুদ্ধে উঠে আসা এই অভিযোগ সমপূর্ন ভিত্তি হীন। কারন যে পরিবার গুলো অভিযোগ করছে, তাদের যে জায়গা তাদের কাছে রয়েছে। সেখানে কোন রাস্তা কোন দিন ছিল না তাদের বারির পাশে আমার ধান খেতের জমি ছিল বর্তমানে আছে , ফাকা জমি থাকার ফলে সেই ধানী জমির আল দিয়ে মূলত চারটি নিজেদের পরিবার যাতায়াত করত। প্রতিবছরের মতন জমির আল কেটে নিয়েছি, এখানে কোন রাস্তা যখন ছিল না তখন রাস্তার মাটি কেটে নেওয়ার প্রশ্ন নেই, আমার জমির নথিপত্র নিয়ে পুলিশ প্রশাসন দেখিয়েছি। এদিনের গন্ডগোল এর খবর পেয়ে ঘটনাস্থলে যান ইটাহার থানার পুলিশ, মাটি কাটা বন্ধ করে দিয়েছে ইটাহার থানার পুলিশ, পুলিশ দুই পক্ষের ব্যাক্তি দের নথিপত্র নিয়ে থানায় আসতে  বলেছেন, যদিও এব্যাপারে এলাকার পঞ্চায়েত সদস্য গুলজার আলি বলেন, সরকারি ভাবে কোনও দিন অভিযুক্ত স্হানে মাটি বা কোন ধরনের রাস্তার কাজ করা হয়নি, এমনকি রাস্তা বলে উল্লেখ করা নেই কোথাও, তবে পরিবার গুলি যেন চলাচল করতে পারে তার ব্যাবস্থা করা হবে, পাশের জমির মালিক বিনয় সিং কেউ বলা হবে কিছুটা ছারা র জন্য, যদিও প্রাথমিক ভাবে শুনেছি বিনয় বাবু কিছুটা যায়গা ছেড়েছে।
 
Copyright © RaiganjNews
Designed by OddThemes
Design by: Safwan